আন্তর্জাতিক

যুদ্ধবিরতি সত্ত্বেও থাইল্যান্ড হামলা চালিয়েছে:কম্বোডিয়া

ছবি: সংগৃহীত

থাইল্যান্ড ও কম্বোডিয়া দুই দেশই সীমান্ত এলাকায় গোলাবর্ষণ বন্ধ করতে রাজি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার কয়েক ঘণ্টা পরই কম্বোডিয়ায় বোমাবর্ষণ করেছে থাইল্যান্ড।

শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ছে, থাই সামরিক বাহিনী দুটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান ব্যবহার করে বিভ্ন্নি লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করেছে।’

হোটেল ও সেতুর ওপর বিমান হামলার কথা উল্লেখ করে মন্ত্রণালয় আরও জানায়, ‘থাই বাহিনী এখনো বোমাবর্ষণ বন্ধ করেনি; হামলা অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত জুলাইয়ে প্রাথমিক যুদ্ধবিরতি হয়। ট্রাম্পের চাপ ও মালয়েশিয়ার প্রত্যক্ষ উদ্যোগে এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন