দিল্লি বিস্ফোরণে দায়ীদের ছাড় নয়: হুঁশিয়ারি মোদির
দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দায়ীদের রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১১ নভেম্বর) ভুটানের রাজধানী থিম্পুতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মোদি বলেন, ‘দিল্লির ঘটনাটি সারা দেশের হৃদয়কে ব্যথিত করেছে। ভুক্তভোগী পরিবারের যন্ত্রণায় গোটা ভারত একসঙ্গে রয়েছে। আমি নিজে গত রাতজুড়ে তদন্ত সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছি। এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও জানান, ভুটান সফর ছিল ভারতের প্রতি তার প্রতিশ্রুতির অংশ, তবে দিল্লির ঘটনায় তিনি ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়’ নিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, গেল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে এখন পর্যন্ত ১৩ জন নিহত ও অনেকে আহত হয়েছেন। এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
এসএইচ//