আন্তর্জাতিক

‘কালমায়েগি’র পর ফিলিপাইনে ধেয়ে আসছে টাইফুন ‘ফাং-ওং’

ছবি: সংগৃহীত

কালমায়েগির ধ্বংসযজ্ঞে বিপর্যস্ত ফিলিপাইনের দিকে আবারও ধেয়ে আসছে আরেক শক্তিশালী টাইফুন ফাং-ওং (স্থানীয় নাম উওয়ান)। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি রোববার (০৯ নভেম্বর) রাতে পূর্ব উপকূলে আঘাত হানতে পারে এবং সুপার টাইফুনে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বাতাসের বেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটারযা ভূমির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ১৮৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর প্রভাবে ইতোমধ্যেই কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে।

আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ঝড়টি পুরো দেশজুড়ে প্রভাব ফেলতে পারে। বিকোল ও সামার অঞ্চলে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়িয়েছে। নিম্নাঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে এবং উপকূলীয় সব সামুদ্রিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সোমবারের স্কুল-কলেজ ও কিছু ফ্লাইট বাতিল করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এর আগে, গত সপ্তাহে আঘাত হানা কালমায়েগিতে ২০৪ জনের মৃত্যু হয় এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এমন টাইফুনগুলো আরও তীব্র ও প্রাণঘাতী হয়ে উঠছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন