নতুন সিনেমা নিয়ে ফিরছেন শবনম বুবলী
‘জংলি’ সিনেমা মুক্তির পর বেশ কিছুদিন পর্দার বাইরে থেকে আবারও নতুন ছবিতে ফিরছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার নতুন সিনেমার নাম ‘ঢাকাইয়া দেবদাস’। যেখানে তার বিপরীতে অভিনয় করছেন তরুণ নায়ক আদর আজাদ।
ছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। তিনি জানান, এটি আধুনিক ভালোবাসা ও সম্পর্কের ভাঙাগড়ার গল্প। আদর আজাদ থাকছেন এক ব্যর্থ প্রেমিকের ভূমিকায়, আর বুবলী কেন্দ্রীয় চরিত্রে।
রাজধানীতে আয়োজিত ঘোষণার অনুষ্ঠানে বুবলী বলেন, “গল্পটি সুন্দর ও গোছানো। প্রেম ও বিরহের গল্প এখন বিরল।তাই দর্শক এটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।”
একই অনুষ্ঠানে আদর আজাদ বলেন, “বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা আগেও দারুণ ছিল। এবারও গল্পের প্রয়োজনে আমরা একসঙ্গে কাজ করছি। সিনেমাটি দর্শকের মন ছুঁয়ে যাবে।”
নির্মাতার বিশ্বাস, ‘ঢাকাইয়া দেবদাস’-এ এই জুটির রসায়ন ছবিটিকে দেবে বিশেষ আবেদন। বুবলী ও আদর এর আগে ‘তালাশ’, ‘লোকাল’, ‘পিনিক’ ও ‘খেলা হবে’-তে একসঙ্গে কাজ করেছেন।
এসএইচ//