আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পারিবারিক আদালতের বিচারক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রকল্যান্ড কাউন্টির পারিবারিক আদালতের বিচারক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা ম্যাকলিওড। তিনি রকল্যান্ড কাউন্টির  ইতিহাসে পারিবারিক আদালতের প্রথম মুসলিম বিচারক।

বাংলাদেশের ঢাকা জেলার দোহারের চৌধুরী বাড়ির মেয়ে নাবিলা। তার বাবার নাম রসুল আশরাফ। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার চাচা বাংলাদেশের প্রখ্যাত ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী

১৯৭৯ সালে নাবিলার পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। দেশটির ইলিনয় অঙ্গরাজ্যে নাবিলা জন্মগ্রহণ করেন। বাংলাদেশি হাই স্কুলে পড়াশুনা শেষ করে ১৯৯৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে  ফিরে যান নাবিলা। তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং একজন নির্বাহী সহকারী জেলা অ্যাটর্নি হিসেবে কাজ শুরু করেন 

প্রায় ১৮ বছরেরও বেশি সময় ধরে আইন পেশায় সক্রিয় নাবিলা ম্যাকলিওড ন্যায়পরায়ণতা, সহানুভূতি ও মানবিক মূল্যবোধের জন্য পরিচিত। তিনি রকল্যান্ড কাউন্টির পরিবার ও শিশুদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় নিবেদিত একজন বিচারক হিসেবে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন