তথ্য-প্রযুক্তি

টেসলার ‘পাই ফোন’, গুজব না কি সত্যি বাজারে আসবে?

টেসলার নাম উচ্চারণ করলেই সবার আগে চোখে ভাসে বৈদ্যুতিক গাড়ি, এরপর স্পেসএক্সের রকেট কিংবা নবায়নযোগ্য জ্বালানির প্রযুক্তি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর মালিকানা নিয়েও আলোচনায় আছেন টেসলার স্বত্বাধিকারী ইলম মাস্ক। তবে সম্প্রতি প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে “টেসলা স্মার্টফোন” বা ‘পাই ফোন’। ফোনটি যতটা রোমাঞ্চকর, তার চেয়েও বেশি রহস্যে ঘেরা।

ইন্টারনেটজুড়ে এই ফোন নিয়ে তুমুল গুঞ্জন চলছে। তবে এখনো পর্যন্ত এর অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টির সূত্রপাত ২০২১ সালে, যখন এক ডিজাইনার টেসলার নামে একটি কনসেপ্ট ভিডিও প্রকাশ করেন। এরপর থেকেই নানা অনলাইন সূত্রে সেটি গুজব হিসেবে ছড়িয়ে পড়ে এবং ক্রমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ইলন মাস্ক নিজেই দুইবার এ বিষয়ে মুখ খুলেছেন। ২০২৩ সালে তিনি স্পষ্টভাবে জানান, “আমরা কোনো টেসলা ফোন তৈরি করছি না।” পরের বছর, ২০২৪ সালের জুনে, তিনি আবারও একই কথা পুনর্ব্যক্ত করেন।

তবুও গুজব থামেনি। অনেক প্রযুক্তি বিশ্লেষক মনে করেন, টেসলার গাড়ি ও প্রযুক্তি ইকোসিস্টেমের স্বাভাবিক সম্প্রসারণ হিসেবে ভবিষ্যতে এমন ফোন বাজারে আসা অসম্ভব নয়। বিশেষ করে, টেসলার গাড়ি বর্তমানে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করার যে সুবিধা দেয় তা এই ধারণাকে আরও জোরদার করেছে।

সম্প্রতি ইলন মাস্কের নিরাপত্তা সংক্রান্ত মন্তব্য এবং এক্স (টুইটার)-এর অ্যাপ ইকোসিস্টেম প্রসারিত করার পরিকল্পনা নিয়েও জল্পনা বেড়েছে। তবে এখন পর্যন্ত টেসলার পক্ষ থেকে “পাই ফোন” বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন