নতুন দল গঠনের হুঁশিয়ারি ইলন মাস্কের
প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার বিল নিয়ে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। নতুন রাজনৈতিক দল গঠনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার বিল মার্কিন কংগ্রেসে পাশ হলেই নতুন দল গঠন করবেন মাস্ক।
স্থানীয় সময় সোমবার (৩০ জুন) নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া এক্সে তিনি এসব কথা লিখেছেন। তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এসব তথ্য জানিয়েছে।
এক্সে দেওয়া পোস্টে মাস্ক লিখেছেন, ‘এটি স্পষ্ট যে, আমরা একদলীয় দেশের বাসিন্দা নাম ‘পোর্কি পিগ পার্টি’! এখন সময় নতুন একটি রাজনৈতিক দল গঠনের, যারা সত্যিই জনগণের কথা ভাববে।’
মাস্ক হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি পাগলামি পূর্ণ ব্যয় বিল পাস হয়, তাহলে পরদিনই আমেরিকা পার্টি গঠিত হবে।’
মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিলটির কথা বলছেন, তা যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণসীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ইলন মাস্ক এই পরিকল্পনাকে ‘পাগলামি পর্যায়ের খরচ’ বলে আখ্যা দিয়েছেন।
এমএ//