খেলাধুলা

ব্রুগার মাঠে নাটকীয় এক রাত! তিনবার পিছিয়েও ড্র করলো বার্সালোনা

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ক্লাব ব্রুগার মাঠে দর্শকরা উপভোগ করলো উত্তেজনাপুর্ণ এক রাত। তিনবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ম্যাচ ড্র করেছে বার্সেলোনা। লামিনে ইয়ামাল বার্সা সমর্থকদের উপহার দিলেন আরও একটি চমৎকার গোল।

ম্যাচের শুরুতে ৬ মিনিটেই ব্রুগাকে এগিয়ে দেন নিকোলো ত্রেসোলদি কার্লোস, ফোর্বসের পাস থেকে। তবে দুই মিনিট পরই ফেরান তোরেসের নিখুঁত ফিনিশে সমতা ফেরায় বার্সা।

১৭ মিনিটে আবারও পাল্টা আক্রমণে গোল করেন ফোর্বস। প্রথমার্ধের স্কোরলাইন শেষ হয় ২-১ গোলে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সা। ৬১ মিনিটে ইয়ামালের দুর্দান্ত ড্রিবলিং আর ফেরমিন লোপেজের ব্যাকহিল পাসে ব্রুগার রক্ষণভাগ ভেঙ্গে গোল করে সমতা ফেরান ১৮ বছরের এই বিষ্ময় বালক। কিন্তু আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাত্র দুই মিনিট পর আবারও ফোর্বসের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ব্রুগা।

৭৭ মিনিটে ইয়ামালের ক্রসে ব্রুগা ডিফেন্ডার ক্রিস্টোস জোলিস আত্মঘাতী গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩ গোলে। যোগ করা সময়ে রোমিও ভার্মান্টের গোল ভিএআরে বাতিল হয়, ফলে রোমাঞ্চকর ম্যাচটি ড্র-তেই শেষ হয়।

এই ম্যাচ ১১তম স্থানে থাকা বার্সার জন্য হতাশা হলেও ২২তম স্থানে থাকা ব্রুগার জন্য স্বস্তির ড্র।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন