১১ তারিখ পর্যন্ত আল্টিমেট
৫ দফা না মানলে পালটে যাবে ঢাকার চিত্র: গোলাম পরওয়ার
আগামী ১১ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।
তিনি বলেন, “আজ সাপ্তাহিক বৈঠক চলাকালে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে দেখা করেছেন। তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে, এবং আমাদের দাবিগুলো তাকে জানানো হয়েছে। আমরা ১১ তারিখ পর্যন্ত সময় দিচ্ছি—তারপর ঢাকার চিত্র ভিন্ন হবে।”
১১ নভেম্বর ঢাকায় একটি মহাসমাবেশের আয়োজন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা সরকারকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই—এই মহাসমাবেশে লক্ষ লক্ষ জনতার পদভারে রাজধানী মুখরিত হওয়ার আগে ৫ দফা দাবি মেনে নিন। জুলাই সনদের গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান জানান।
এসময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, দাবি মেনে না নিলে ১১ তারিখে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে, ইনশাআল্লাহ।
জামায়াতের পাঁচ দফা দাবি হলো-
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা;
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা;
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা;
৪. ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম–নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা;
৫. ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এমএ//