খেলাধুলা

হালান্ড-ফোডেনের ঝলকে ডর্টমুন্ডের বিপক্ষে ম্যানসিটির দাপুটে জয়

ছবি: সংগৃহীত

পুরনো দলের বিপক্ষে যেন প্রতিশোধের মঞ্চেই নেমেছিলেন আর্লিং হালান্ড। সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আবারও গোল করলেন এই নরওয়েজিয়ান ফরওয়ার্ড। তবে এই ম্যাচের স্পট লাইট কাড়লেন ইংলিশ তারকা ফিল ফোডেন। যার জোড়া গোলে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগে ৪-১ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে।

এই জয়ের পর পেপ গার্দিওলার দল চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে ডর্টমুন্ড নেমে গেছে ৭ পয়েন্ট নিয়ে, ১৪তম স্থানে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল ম্যান সিটির। প্রথম গোলটি আসে ২২ মিনিটে তিয়ানি রেইন্ডার্সের পাসে ফোডেনের দুর্দান্ত বাঁ-পায়ের শটে। এরপর মাত্র সাত মিনিট পর জেরেমি ডকুর পাস থেকে হালান্ডের নিখুঁত ফিনিশ, স্কোরলাইন ২-০। চলতি মৌসুমে এটি ছিল নরওয়েজিয়ান তারকার ১৭ ম্যাচে ২৭তম গোল।

দ্বিতীয়ার্ধে আবারও জ্বলে ওঠেন ফোডেন। ৫৭ মিনিটে আবারও বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো শটে ব্যবধান বাড়ান তিনি। ডর্টমুন্ডের হয়ে ৭২ মিনিটে ভল্ডেমার আন্তন এক গোল শোধ করলেও তাতে তেমন প্রভাব পড়েনি। যোগ করা সময়ে রায়ান চেরকির গোলে সিটির জয় নিশ্চিত হয় ৪-১ ব্যবধানে।

দলের এমন দাপুটে জয়ে গার্দিওলার মুখে তৃপ্তির হাসিএটাই সেই সিটি, যাদের আমি দেখতে চাই,” ম্যাচ শেষে মন্তব্য করেন সিটির এই স্প্যানিশ কোচ।

 

এসএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন