আন্তর্জাতিক

প্রথম বড় পরীক্ষাতেই হেরে গেছেন ট্রাম্প!

ছবি: এএফপি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালের সময় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম তিনটি গুরুত্বপূর্ণ নির্বাচনে ডেমোক্র্যাটরা বিশাল জয় অর্জন করেছেন। যদিও এই নির্বাচনে ট্রাম্প সরাসরি প্রার্থী ছিলেন না, তবুও নির্বাচনের ফলাফল ঘোষণার পর সবার নজর তার দিকে ছিল।

ফল প্রকাশের পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে হারের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি উল্লেখ করেন, রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম প্রধান কারণ হলো তিনি নিজেই এই নির্বাচনে অংশগ্রহণ করেননি। দ্বিতীয় কারণ হিসেবে তিনি অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম ফেডারেল শাটডাউন। ট্রাম্প লিখেছেন, “রিপাবলিকানরা আজকের নির্বাচনে হেরেছে কারণ—প্রথমত, ট্রাম্প নির্বাচনে ছিলেন না, দ্বিতীয়ত, শাটডাউন।”

নির্বাচনের আগের দিন ট্রাম্প যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের সম্ভাব্য জয়ের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি ইঙ্গিত দেন, যদি ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসে, জ্বালানি খরচ দ্বিগুণ বা তিনগুণ বেড়ে যেতে পারে। নিউ ইয়র্কে ডেমোক্র্যাট জোহরান মামদানি মেয়র নির্বাচিত হলে শহরের জন্য ফেডারেল তহবিল সীমিত করার হুমকিও দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি, তিনি সমর্থকদের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতে দেখা গিয়েছে।

নিউ ইয়র্কে মামদানির পাশাপাশি, নিউ জার্সির গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মাইকি শ্যারিল এবং ভার্জিনিয়ার গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্গার। এই ফলাফলের মাধ্যমে স্পষ্ট হয়েছে, সাম্প্রতিক নির্বাচনে ডেমোক্র্যাটদের শক্তিশালী জয় ও রিপাবলিকানদের হতাশা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি নতুন দিক নির্দেশ করছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন