আন্তর্জাতিক

মাত্র ৪ শব্দে ট্রাম্পকে ধুয়ে দিলেন মামদানি

নিউ ইয়র্ক সিটিতে ঐতিহাসিক নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট সোশ্যালিস্ট জোহরান মামদানি। শহরের প্রথম মুসলিম ও সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি নির্বাচিত হওয়ার আনন্দ প্রকাশ করে নিউ ইয়র্কবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

জয়ী হওয়ার পর প্রথম বক্তৃতায় তিনি বলেন, “নিউ ইয়র্কের নতুন প্রজন্মকে ধন্যবাদ। আমরা তোমাদের জন্য লড়ব, কারণ আমরা তোমাদেরই অংশ। ভবিষ্যৎ আমাদের হাতে। আজ আমরা দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের পতন ঘটিয়েছি।”

৩০ মিনিটেরও কম সময়ের বক্তৃতায় সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে মামদানি বলেন, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার চারটি শব্দ আছে — ‘টার্ন দ্য ভলিউম আপ (অর্থাৎ, আওয়াজ বাড়াও)।”

তিনি আরও যোগ করেন, “আমাদের কাছে পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের মধ্য দিয়ে যেতে হবে। আমি সেই দুর্নীতিগ্রস্ত সংস্কৃতির অবসান ঘটাব, যা ট্রাম্পের মতো ধনকুবেরদের কর ফাঁকি ও সুবিধা নেয়ার সুযোগ দিয়েছে।”

নিউ ইয়র্কবাসীকে ধন্যবাদ জানাতে গিয়ে মামদানি বলেন, “তারা পরিবর্তনের জন্য, নতুন ধরনের রাজনীতির জন্য, এবং একটি শহরের জন্য আমাদের একটি ম্যান্ডেট দিয়েছেন, যা আমরা বাস্তবায়ন করব।”

তিনি জানান, ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন। জয়ী মেয়র আরও বলেন, “নিউ ইয়র্ক সবসময় অভিবাসীদের শহর হিসেবে থাকবে। এটি অভিবাসীদের দ্বারা নির্মিত, তাদের দ্বারা পরিচালিত এবং আজ থেকে একজন অভিবাসীর নেতৃত্বে পরিচালিত হবে। আমরা সকলকে ভালোবাসব—আপনি অভিবাসী হোন বা না হোন।”

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন