আন্তর্জাতিক

আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। সেইসঙ্গে আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার সংস্থাগুলোর দাবি করেছে, ইসরাইলের কারাগারে এখনো হাজারো ফিলিস্তিনি আটক আছেন। তাদের অনেককে অভিযোগ ছাড়াই বন্দি রাখা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সোমবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে ইসরাইল ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। এতে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফেরত পাওয়া মোট মরদেহের সংখ্যা দাঁড়াল ২৭০ জনে

মন্ত্রণালয় আরও জানায়, এখন পর্যন্ত ফেরত পাওয়া মরদেহগুলোর মধ্যে ৭৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে। অনুমোদিত চিকিৎসা পদ্ধতি ও প্রোটোকল অনুযায়ী বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজ চলছেএরপর সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে

এদিকে, যুদ্ধবিরতি চললেও দক্ষিণ গাজার রাফায় নতুন করে ইসরাইলি হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে অভিযোগ জানিয়েছে স্থানীয় একটি হাসপাতাল সূত্র।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন