আরো ৩ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস
ইসরায়েলি আরও তিন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস।
যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েল প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দীর মুক্তি দিবে। বিনিময়ে হামাস ২০ জন ইসরায়েলী জীবিত জিম্মি মুক্তি দিয়েছে।
এছাড়াও, হামাস ৩৬০ জন নিহত ফিলিস্তিনি যোদ্ধার মরদেহের বিনিময়ে ২৮ জন নিহত জিম্মির দেহাবশেষ হস্তান্তর করবে।
এর আগে রোববার (০২ নভেম্বর) ১৭টি মরদেহ হস্তান্তর করেছে হামাস। এদিকে, যুদ্ধবিরতির মাঝে একই দিনে উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন।
এ ব্যাপারে জেরুজালেমে মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, ‘গাজার তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় এখনও হামাসের কিছু পকেট আছে। তাদেরকে নির্মূল করা হচ্ছে।’
এসএইচ//