জুলাই সনদের প্রয়োজন জনগণের নেই : মেজর (অব.) হাফিজ
জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার (০১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মেজর (অব.) হাফিজ বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষের জুলাই সনদের প্রয়োজন নেই। যাদের ভবিষ্যতে দেশে থাকা নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাদের জন্যই এই সনদ প্রয়োজন।”
তিনি বলেন, “বাংলাদেশের প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন—যেখানে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নিতে পারবে।”
বিএনপির এই নেতা আরও বলেন, “একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে হেয় করার একটি প্রচেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকার এবং অনেক আমলা তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তাই তারা আজও মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চায়।”
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “সব রাজনৈতিক দলের সম্মতিতে একটি সনদ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা বিভাজন দেখতে চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, তারাই জনগণের মতামতের ভিত্তিতে সনদ চূড়ান্ত করবে। এখন সবচেয়ে জরুরি বিষয় হলো নির্বাচন।”
তিনি আরও বলেন, “নির্বাচন নিশ্চিত করার স্বার্থে বিএনপি অনেক আপস করেছে। অথচ ঐকমত্য কমিশন জোরপূর্বক সনদটি আরোপ করেছে। বিএনপি ক্ষমতায় এলে এসব বিষয়ে যৌক্তিক সমাধান দেবে।”
মেজর (অব.) হাফিজ ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা করে বলেন, “কিছু দল নির্বাচন পিছিয়ে দিতে বা বানচাল করতে চাচ্ছে। স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
এমএ//