আন্তর্জাতিক

হারিকেন মেলিসায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯

ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালানো হারিকেন মেলিসায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও অনেকে। ঘূর্ণিঝড়টি জ্যামাইকা, হাইতি, ডোমিনিকান রিপাবলিক, কিউবায় ধ্বংসযজ্ঞ শেষ করে এখন বারমুডার দিকে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জ্যামাইকা ও হাইতির সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর মধ্যে শুধু হাইতিতেই ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। এছাড়া সেখানে এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ এখনও অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এছাড়া জ্যামাইকাতে ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির তথ্যমন্ত্রী ডানা মরিস ডিক্সন।

প্রসঙ্গত, আটলান্টিক উপকূলে আঘাত হানা হারিকেন মেলিসা ইতিহাসের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়। ক্যাটাগরি  ৫ এর এই ঘূর্ণিঝড়টি মঙ্গলবার জামাইকার উপকূলে আছড়ে পড়ে। ঝুর্ণিঝড়টি বুধবার রাতে ক্যাটাগরি ৩ এর রূপ নিয়ে কিউবায় আঘাত হানে। তবে মেলিসা হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে সরাসরি আঘাত না হানলেও তীব্র বন্যা সৃষ্টি করে দেশ দুইটিতে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন