জ্যামাইকার পর এবার কিউবার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা
ক্যারিবীয় অঞ্চল জ্যামাইকায় স্মরণকালের অন্যতম শক্তিশালী হারিকেন মেলিসা মঙ্গলবার (২৮ অক্টোবর) আঘাত হানে। ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধনের পর ঝড়টি এখন কিউবার দিকে ধেয়ে যাচ্ছে। ইতোমধ্যে কিউবায় লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে ।
এর আগে, মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জ্যামাইকার নিউ হোপ এলাকায় স্থলভাগে আঘাত হানার সময় এই ঝড়ের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার। যা ক্যাটাগরি ৫ হারিকেনের সমান। যদিও বর্তমানে ঝড়টি কিছুটা দূর্বল হয়ে ক্যাটাগরি ৪-এ পৌঁছেছে। তবুও এর বিধ্বংসী প্রভাব থেকে সতর্ক থাকতে বলা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) হারিকেন মেলিসাকে ‘শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড়’ বলে আখ্যায়িত করেছে। জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ইতোমধ্যে সাতজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে জ্যামাইকা ও হাইতিতে তিনজন করে ৬ জন এবং ডমিনিকান প্রজাতন্ত্রে একজন মারা গেছেন।
মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) সতর্ক করেছে, জ্যামাইকার উত্তর-পশ্চিম অঞ্চলে এখনও শক্তিশালী ঝড় বইছে। যা প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন বিশেষজ্ঞ আন-ক্লেয়ার ফন্টানের মতে, এই ঝড়ে বৃষ্টিপাতের পরিমাণ ৭০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই হার ওই অঞ্চলের মৌসুমি বৃষ্টির দ্বিগুণ।
জ্যামাইকার স্থানীয় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। তবে ক্যাটাগরি ৫ মাত্রার ঝড়ের জন্য পুরোপুরি প্রস্তুত থাকা প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও সম্প্রদায় উন্নয়ন মন্ত্রী ডেসমন্ড ম্যাকেঞ্জি।
রেডক্রস জানিয়েছে, শুধুমাত্র জ্যামাইকার পশ্চিমাঞ্চলে এই ঝড়ে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিংস্টনে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। উদ্ধারকর্মীরা সড়ক পরিষ্কারের কাজ শুরু করেছেন। অপরদিকে, প্রায় ২৫ হাজার পর্যটককে কম খরচে হোটেলে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে সহায়তার আশ্বাস পাওয়া গেছে।
সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে , মেলিসা এখন ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে। যা চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঝড়। বুধবারের মধ্যে এটি কিউবায় ক্যাটাগরি-৪ মাত্রার শক্তিতে আঘাত হানতে পারে।
এসএইচ//