কারাবাও কাপ থেকে বিদায় নিলো লিভারপুল
কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরে আসরটি থেকে বিদায় নিয়েছে আর্নে স্লটের দল। অ্যানফিল্ডে বুধবার (২৯ অক্টোবর) রাতে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে লিভারপুল।
ম্যাচের প্রথমার্ধে সেনেগালিজ ফরোয়ার্ড ইসমাইল সার জোড়া গোল করে প্যালেসকে এগিয়ে নেন। ৪১ ও ৪৫ মিনিটে জালে বল পাঠান তিনি। দ্বিতীয়ার্ধে রেডসরা গোল তো শোধ করতে পারেনি, উল্টো ৭৯ মিনিটে আমারা নাল্লো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের লিভারপুলের কফিনে শেষ পেরেক ঠুকেন জেরেমি পিনো। ৮৮ মিনিটে তার গোলে বড় হারে বিদায় নিয়েছে লিভারপুল।
ডাচ কোচ স্লট ম্যাচ শেষে বলেছেন, ‘লিভারপুল সবসময় কারাবাও কাপে তরুণ ও একাডেমী ফুটবলারদের সুযোগ দেয়। দলে পরিবর্তন এনেছি অনেক। সঠিক সিদ্ধান্ত নিয়েছি কিন্তু হেরেছি।’
চলতি মৌসুমে সবশেষ সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে অলরেডরা। গত মৌসুমে কোচ আর্নে স্লট প্রথমবার দায়িত্ব নিয়ে লিভারপুলকে প্রিমিয়ার লিগ লিগের শিরোপা জেতান। তবে, ইংলিশ চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে পার করছে ভয়ানক সময়। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে।
শেষ ষোলোয় শেষ হয়েছে টটেনহ্যামেরও টুর্নামেন্ট। নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে তারা। কারাবাও কাপের এই আসর থেকে লিভারপু্ল-টটেনহ্যাম বিদায় নিলেও ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং চেলসি চলে গেছে কোয়ার্টার ফাইনালে। সোয়ানসি সিটির বিপক্ষে আর্লিং হালান্ডকে ছাড়াই ৩-১ গোলে জিতেছে সিটিজেনরা।
অপর ম্যাচে, চেলসি ৩-০ গোলে লিড নেওয়ার পরও দুর্দান্ত কামব্যাকের আশা জাগিয়েছিলো উলভস। কিন্তু শেষ ফলাফল ৪-৩ গোলে উলভসকে হারিয়েছে চেলসি । এছাড়া,আর্সেনাল নাওয়ানেরি ও বুকোয়াকা সাকার গোলে ২-০ গোলে ব্রাইটনকে হারিয়েছে।
এসএইচ//