হামাসকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকি
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হামাসের বিদেশে থাকা নেতাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। গাজার বিভিন্ন স্থানে তীব্র হামলার পর ইসরাইল যখন আবারও যুদ্ধবিরতির ঘোষণা দেয়, ঠিক তার পরই এমন মন্তব্য করেছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে কাটজ বলেছেন, “হামাস সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে থাকা কেউই রেহাই পাবে না—চাই তারা স্যুট পরে বিদেশে থাকুক, চাই তারা গাজার সুড়ঙ্গে লুকিয়ে থাকুক।”
তিনি আরও বলেন, “যে কেউ ইসরাইলি সেনাদের ওপর হাত তুলবে, তার সেই হাত কেটে ফেলা হবে।”
ক্যাটজ দাবি করেন, রাফাহতে ইসরাইলি সেনা ইয়োনা এফ্রাইম ফেল্ডবাউম নিহত হওয়ার ঘটনায় এবং নিহত জিম্মিদের লাশ ফেরত দেওয়ার চুক্তি ভঙ্গের জবাবে ইসরাইলি বাহিনীর পাল্টা অভিযানে হামাসের অন্তত “ডজন ডজন কমান্ডার” নিহত হয়েছে।
তিনি আরও জানান, গাজার ভেতরে হামাসের ডজনাধিক অবকাঠামোগত লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়েছে।
এসি//