দেশজুড়ে

ট্রলারসহ ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া সাত বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।  

বুধবার (২৯ অক্টোবর) সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, টেকনাফ পৌরসভার বাসিন্দা শাওনের মালিকানাধীন একটি ট্রলার সাগরে মাছ শিকারে যায়। এসময় সেন্টমার্টিনের দক্ষিণে ধাওয়া করে ট্রলারসহ সাত জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। তবে প্রাথমিকভাবে ওই সাত জেলের পরিচয় জানা যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, ‘সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আমাদের আইনশৃঙ্খলাবাহিনীকে অবহিত করা হয়েছে।’

এদিকে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশের দায়ে একটি ট্রলারসহ ৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আরাকান আর্মি আটক ১৮৮ বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে। 

প্রসঙ্গত, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্য অনুযায়ী, গেল আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩০০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত অপহৃত হন ২০০ জন। বিজিবির সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। এখনও ১০০ জেলে আরাকান আর্মির কাছে জিম্মি রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন