‘মোন্থা’র প্রভাবে চার দিন বৃষ্টিতে ভিজবে দেশ
নীল সমুদ্রের ঢেউয়ের সাথে সঙ্গে সঙ্গে আকাশে গর্জন—প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ কেবল বঙ্গোপসাগরেই নয়, দেশের আবহাওয়াতেও তার ছাপ ফেলতে শুরু করেছে। বুধবার (২৯ অক্টোবর) থেকে টানা চার দিন দেশের আকাশ ভারী মেঘে ঢাকা পড়বে এবং বৃষ্টির ফোঁটা ঠিক যেনো বায়ুর সাথে মিলিয়ে নাচতে শুরু করবে।
আবহাওয়ার পূর্বাভাসে মঙ্গলবার (২৮ অক্টোবর) জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দ্রুত ঘন হয়ে প্রবল ঝড়ের রূপ নিয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
দেশের আবহাওয়া আগামী চার দিন ভিন্ন রূপে প্রভাবিত হবে। আজ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বুধবার থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি শুরু হবে। দেশের কিছু জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবারও একই ছন্দ বজায় থাকবে—উত্তর ও মধ্যাঞ্চলের বিভাগগুলোর অধিকাংশ জায়গায় হালকা থেকে বজ্রসহ বৃষ্টি, দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় বৃষ্টি, এবং কিছু জায়গায় ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি কমতে পারে।
শুক্রবারও রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অধিকাংশ জায়গায়; ঢাকা ও সিলেটের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সারাদেশে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবারেও প্রাকৃতিক এই নাচের ছন্দ চলবে—উত্তর ও মধ্যাঞ্চলের অধিকাংশ জায়গায় এবং দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি, সাথে কোথাও কোথাও ভারী বর্ষণ।