ক্যাম্পাস

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতনেরও ক্ষতিপূরণ চাইলো ড্যাফোডিল ইউনিভার্সিটি

ক্ষতিপূরণ শুধু গাড়ি পোড়ান আর ভাংচুরের নয়, শিক্ষার্থীদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতনের জন্যেও ক্ষতিপূরণের দাবি করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আর কবির এ দাবি জানান

তিনি বলেন, সিটি ইউনিভার্সিটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা জড়িত কি না তা তদন্তে প্রমাণিত হবে। এজন্য ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে। এছাড়া, পক্ষপাতহীনভাবে তদন্ত করতে ইউজিসি থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে

এসময় উপাচার্য বলেন, শুধু ভাঙচুর নয়ড্যাফোডিল শিক্ষার্থীদের জিম্মি করে পিটিয়ে গুরুতর আহত করারও বিচার ও ক্ষতিপূরণ দিতে হবে। বর্তমানে ৬ জন শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ইউজিসি বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন