পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক স্থগিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক স্থগিত করেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার (২১ অক্টোবর) হোয়াইট হাউসে ট্রাম্প ইঙ্গিত দেন, লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি আলোচনার পথে বড় বাধা।
গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) ট্রাম্প ঘোষণা করেছিলেন, দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হবে।
গত আগস্টেও যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠক করেছিলেন ট্রাম্প ও পুতিন। তবে ওই বৈঠক ফলপ্রসূ হয়নি।
বুদাপেস্টে ট্রাম্প-পুতিনের বৈঠকের আগে এ সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ প্রস্তুতিমূলক বৈঠক করার কথা ছিল। হোয়াইট হাউস জানিয়েছে, দুই মন্ত্রীর মধ্যে ইতিমধ্যেই গঠনমূলক ফোনালাপ হয়েছে। আলাদা বৈঠকের প্রয়োজন নেই।
বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি প্রস্তাবের মূল পার্থক্যগুলো চলতি সপ্তাহে বেশি স্পষ্ট হয়ে উঠেছে। এসব পার্থক্য দুই নেতার শীর্ষ বৈঠকের সম্ভাবনা সংকুচিত করে দিয়েছে।
সূত্র: রয়টার্স
এইচএস//