রাজনীতি

শিক্ষকদের দাবির সাথে নীতিগতভাবে একমত বিএনপি : তারেক রহমান

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে বিএনপি একমত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “যতবার বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, সেই সময়ে শিক্ষকদের অধিকাংশ দাবি পূরণ করা সম্ভব হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, রাষ্ট্রের উন্নয়ন এবং রাজনীতি সংস্কার যে কোনও উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এগুলো নিশ্চিত না হলে দেশ যথাযথ সুফল পাবে না।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বাড়ানো, চাকরি স্থায়ীকরণ এবং জাতীয়করণের বিষয়টি উচ্চ পর্যায়ের কমিশনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। 

প্রসঙ্গত, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা সাত দিন ধরে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সরকারি পক্ষ থেকে বাড়ি ভাড়া ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়া হলেওতবে শিক্ষকরা এটি প্রত্যাখ্যান করেছেন।

তাদের দাবি, মুল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন