রাজধানী

৩ দাবিতে জাতীয় সংসদ গেটে জুলাই আহতদের অবস্থান

জুলাই অভ্যুত্থানের আহত ছাত্র-জনতা তিন দফা দাবিতে জাতীয় সংসদের গেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা দাবি করছেন—জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের বীর হিসেবে স্বীকৃতি, এবং তাদের জন্য উপযুক্ত সুরক্ষা।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টা থেকে দক্ষিণ প্লাজার ১২ নম্বর গেটের সামনে তারা অবস্থান নেন। আগে তারা সংসদে প্রবেশের চেষ্টা করলেও বাধার মুখে পড়েন। ‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামে সংগঠনটি আরও দুই দাবি জানিয়েছে—আহতদের জন্য আইনগত সুরক্ষা নিশ্চিত করা এবং সামাজিক নিরাপত্তা প্রদান। এছাড়া এই দাবিগুলোকে জুলাই জাতীয় সনদ-২০২৫-এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে বলে জোর দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেল চারটায় এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু করেছিল জুলাই শহীদ পরিবার ও আহতদের ঐক্যবদ্ধ প্যানেল। ভোরে আলো ফোটার পরেই বিক্ষোভকারীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন এবং একপর্যায়ে দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও, বিক্ষোভকারীরা অতিথিদের চেয়ারে বসে পড়েন।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত সরে যাওয়ার কথা বলছেন না। 

জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধি তাদের সঙ্গে আলোচনায় বসবেন এবং সেই আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন