রাকসু নির্বাচন: ভিপি-এজিএসে শিবির প্যানেলের জয়, জিএসে স্বতন্ত্র
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল, আর জেনারেল সেক্রেটারি (জিএস) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে সব হলের ফলাফল গণনা করা হয়। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ১১ হাজার ৫৩৭ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম সালমান সাব্বির ৬ হাজার ৯৭৫ ভোটে বিজয় লাভ করেন।
ঘোষিত ফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ১১ হাজার ৫৩৭ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম সালমান সাব্বির ৬ হাজার ৯৭৫ ভোটে বিজয় লাভ করেন।
নির্বাচনে ১০টি প্যানেলসহ রাকসুর ২৩ পদে ২৪৭ জন, হল সংসদে ১৫ পদে ১৭টি হলে ৫৯৭ প্রার্থী এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫ পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন ও ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ।
এমএ//