দেশজুড়ে

ঝিনুক ধরতে গিয়ে এক শিশুর মৃত্যু

পঞ্চগড়ের বোদায় ঝিনুক ধরতে গিয়ে পানিতে তলিয়ে গিয়ে দীপঙ্কর বর্মন (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) করতোয়া নদীর শালবন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দীপঙ্কর উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের জায়গীর পাড়া গ্রামের ধনেশ বর্মনের ছেলে. ইউনিয়নের ইউপি সদস্য মানিক বর্মন নদীর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীপঙ্কর বর্মন বুধবার সকালে বন্ধুদের নিয়ে করতোয়া নদীর শালবন এলাকায় ঝিনুক ধরতে যায়। ঝিনুক ধরার এক পর্যায়ে সে মধ্য নদীতে চলে যায় এবং সাঁতার না জানায় গভীর পানিতে তলিয়ে যায়। 

ঝিনুক ধরে অন্যান্য শিশুরা বাড়ি ফিরলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজনরা তাকে খোঁজা শুরু করে। পরে করতোয়া নদীর গভীর পানি থেকে বালু শ্রমিকরা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন