দেশজুড়ে

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৫০০০০ মি. কারেন্ট জাল ধ্বংস

পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৫০০০০ মি. কারেন্ট জাল ধ্বংস করেছে জেলা মৎস অধিদপ্তর ও কোস্টগার্ড। এসময় জব্দকৃত ২০ কেজি ইলিশ ও পোমা মাছ এতিমখানা ও গরিবদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১৫,০০,০০০ টাকা।

রোববার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী

তিনি জানান, উপজেলার বুড়াগৌরঙ্গ নদী, তেতুলিয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান পরিচালনা করে গতকাল ও আজ আনুমানিক ৫০০০০ মিটার অবৈধ জাল আটক করে উপজেলা মৎস অধিদপ্তর ও কোস্টগার্ড।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাজীব দাশ পুরকায়স্থ, কোস্ট গার্ড এবং মৎস অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব জাল ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, ৪ অক্টোবর থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হলেও স্থানীয় নদীতে  জাল ফেলে ইলিশ মাছ ধরছিলেন জেলেরাপ্রশাসনের কোনো টহল এর উপস্থিতি টের পেলে  তারা জাল তুলে পালিয়ে যায় টহল টিমের খবর জেলেদের দেয়ার জন্য  বিভিন্ন স্থানে পাহারা বসানো থাকেকিছু লোক মাছের বিনিময়ে এসব কাজ করে থাকেন।

 তবে গত দুই দিনে অভিযান চালিয়ে জেলেদের কাছ থেকে এসব জাল জব্দ করা হয়েছে। নদীতে সারা দিন টহল অব্যহত আছে। নিষেধাজ্ঞার সময়ে এ অভিযান অব্যহত থাকবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন