যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৮ জন
যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়ংকর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তাদের সকলের প্রাণহানি হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম নামের ওই প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শক্তি এতটা বেশি ছিল যে নিকটস্থ বাড়িঘরেও তা অনুভূত হয় এবং কারখানার একটি ভবন সম্পূর্ণ ধসে পড়ে। ফলে উদ্ধারকাজও জটিল হয়েছে। এলাকায় থাকা বিস্ফোরক থাকায় প্রথম দিকে উদ্ধারকারীরা কাজ শুরু করতে পারছিলনা। তারা আশঙ্কা করেছেন আরও বিস্ফোরণ হতে পারে।
উল্লেখ্য, কারখানাটি বনভূমিতে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত; নাসভিল থেকে প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এটি অবস্থান করছে। স্থানীয় কর্মকর্তারা উদ্ধার ও তদন্ত কাজ অব্যাহত রেখেছেন এবং দুর্ঘটনার কারণ দ্রুত নিরূপণের চেষ্টা চলছে।
এমএ//