দেশজুড়ে

আবারও গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বাসায় গ্যাসচুলা থেকে আগুনের বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (০৬ ডিসেম্বর) সকালে দগ্ধদের দ্রুত উদ্ধার করে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে ভোরে রাজধানীর আগারগাঁওয়ে আরেকটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন—সাকিব, ইভা, আসিফ, আনেজা বেগম ও মনিরা। হাসপাতাল সূত্র জানায়, সাকিবের শরীরের প্রায় ৭ শতাংশ, ইভার ২ শতাংশ, আসিফের ৫ শতাংশ, আনেজা বেগমের ১০ শতাংশ এবং অন্তঃসত্ত্বা মনিরার প্রায় ৮ শতাংশ পুড়ে গেছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন