আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

গাজা যুদ্ধবিরতি চুক্তির পর বৈশ্বিক বাজারে ঝুঁকি কিছুটা কমে গেছে, যার প্রভাব পড়েছে তেলের বাজরে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে। খবর রয়টার্স

অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩৩ সেন্ট বা ০.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৪.৮৯ ডলার। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২৪ সেন্ট বা ০.৪ শতাংশ কমে হয়েছে ৬১.২৭ ডলার।

বিশ্লেষকেরা বলছেন, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মধ্যপ্রাচ্যে সরবরাহ নিয়ে আশঙ্কা কমেছে। ফলে বাজার কিছুটা স্থিতিশীল হচ্ছে।

এই চুক্তির মধ্যস্থতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী, ইসরাইল গাজা থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করবে, আর ইসরাইলি কারাগারে আটক শত শত বন্দির বিনিময়ে হামাস মুক্তি দেবে সব বন্দিকে।

তবে বিশ্লেষকেরা মনে করছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জাহাজে হামলা এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাজারে অনিশ্চয়তা তৈরি করে রেখেছে।

তেলবাজারে সপ্তাহজুড়ে সামান্য ইতিবাচক ধারা বজায় আছে। অপরিশোধিত তেলের দাম এখন পর্যন্ত প্রায় ১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ০.৬ শতাংশ বেড়েছে। ওপেক ও এর সহযোগী দেশগুলো সম্প্রতি উৎপাদন কিছুটা সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় অতিরিক্ত সরবরাহের আশঙ্কা কমেছে।

তবে বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম বন্ধ (গভর্নমেন্ট শাটডাউন) দীর্ঘ হলে দেশটির অর্থনীতি দুর্বল হতে পারে, যা বৈশ্বিক তেল চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন