ফুটপাতে জন্ম, নবজাতক রেখে পালালেন মা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুটপাতে নবজাতককে জন্ম দিয়ে মা পালিয়ে গেছেন। নবজাকটি বর্তলামে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান । ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নারী ও নবজাতককে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। কিন্তু চিকিৎসকের তত্ত্বাবধানে কিছুটা সুস্থ হওয়ার পরই নবজাতকের মা কে আর খুঁজে পাওয়া যায়নি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, ‘রাত দুইটার দিকে স্থানীয়রা হোয়াটসঅ্যাপে বিষয়টি জানালে আমরা দ্রুত ব্যবস্থা নিই। মা ও শিশুকে হাসপাতালে পাঠানো হয়। কিছু সময় পর খবর পাই, শিশুর মা হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে’।
তিনি জানান, ‘শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে। সকাল থেকে অনেকে দত্তকের জন্য যোগাযোগ করছেন। আমরা ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি। যাচাই-বাছাই শেষে একজন দায়িত্বশীল অভিভাবকের হাতে শিশুটিকে তুলে দেওয়া হবে’।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে মিটিং চলছে, শিশুর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
আই/এ