১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের সদস্যরা।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, বহুদিন ধরে বেতন বৈষম্যের শিকার হওয়া সত্ত্বেও তাদের দাবি এখনো বাস্তবায়িত হয়নি। করোনা, ডেঙ্গু, নিপাহসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে সামনে থেকে কাজ করেও তারা ন্যায্য গ্রেড বঞ্চনার শিকার হচ্ছেন। বক্তাদের দাবি—১০ম গ্রেড বাস্তবায়ন না হলে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
তারা আরও সতর্ক করে বলেন, দাবি আমলে না নেওয়া হলে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করা হবে।
কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন ফার্মাসিস্ট এস.এম. মুকুল হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট শফিকুল ইসলাম, বাবুল আক্তার, শামীম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএ//