এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। রোববার (০৫ অক্টোবর) সকালে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীর জানায়, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দ্রুতগতির ইমাদ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের সামনের অংশ ও হানিফ পরিবহনের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এ সময় ইমাদ পরিবহনের চালকের সহযোগী ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও অন্তত ৫ জন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহত বাস চালকের সহযোগীর নাম শরিয়াতুল্লা (২০)। তিনি পিরোজপুর জেলার হরিনা গাজিপুর এলাকার জামাল মিয়ার ছেলে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস কর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এমএ//