দেশজুড়ে

গহিন পাহাড় থেকে উদ্ধার ৮ নারী-শিশু

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার দুর্গম পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা সাত নারী ও এক শিশুকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যৌথ এ অভিযান চালানো হয়।

বুধবার (০১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

উদ্ধার হওয়া সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাগরপথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করে তাদের গোপন আস্তানায় আটকে রাখা হয়েছিল।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়ার জুম্মাপাড়া এলাকায় পাহাড়ি জঙ্গলে অভিযান চালানো হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের ধরতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মানবপাচার প্রতিরোধে অভিযান চলবে। পাচারকারীদের যেকোনো মূল্যে আইনের আওতায় আনা হবে।”

 

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত টেকনাফ এলাকায় ৬৮ জন পাচারকারীকে গ্রেপ্তার এবং ১৮০ জনকে উদ্ধার করা হয়েছে। বিশেষ করে শীত মৌসুমে সাগরপথে মানবপাচারের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন