বিনোদন

নতুন প্রেমে মজেছেন সৃজিত!

টলিউডের এই মুহূর্তের সবচেয়ে হট টপিক—সৃজিত মুখার্জি ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি প্রকাশ মাত্রই ভক্তদের মনে প্রশ্নের পাহাড় ওঠে: এই সম্পর্ক কি শুধু বন্ধুত্ব, নাকি এর আড়ালে আছে আরও কিছু? যদিও দুজনেই বলছেন, তাদের বন্ধুত্বই মূল, তবুও গুঞ্জন থামছে না।

সম্প্রতি মহাসপ্তমীর কিছু ছবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় সপ্তমীর শুভেচ্ছা জানাতে তিনটি ছবি শেয়ার করেছেন সৃজিত। ছবিগুলোতে দেখা গেছে, নীল পোশাকে মিলিত দুজন—সৃজিতের গায়ে নীল পাঞ্জাবি, আর সুস্মিতার গায়ে নীল শাড়ি ও বেইজ ব্লাউজ। এক ছবিতে দুজন ক্যামেরার দিকে তাকিয়ে, আর অন্যটিতে নিজেদের দিকে খুশি হাসি ছড়িয়ে দিচ্ছেন। আরেক ছবিতে দেখা যায়, সৃজিত নিজেই সুস্মিতার ছবি তুলছেন।

এর আগে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে পুরীর সমুদ্রসৈকতে। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সুস্মিতা, ক্যাপশনে লিখেছিলেন, ‘স্যার আঁখো পর’। এরপরই গুঞ্জন ছড়াতে থাকে, লহ গৌরাঙ্গের নাম রে সিনেমার শ্যুটিং চলাকালীন তারা একান্তে সময় কাটিয়েছে।

সম্প্রতি এক প্রিমিয়ারে এই বিষয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা বলেন, “আমরা খুব ভালো বন্ধু, কিছুদিনের মধ্যেই কাছের বন্ধু হয়ে গেছি। বাকিটা নিয়ে আমি কিছু বলতে চাই না।” সেই কথার সঙ্গে মিল রেখে সৃজিতও বলেন, “এগুলো দেখে অবাক হয়েছি। একটা ছবির জন্য এত আলোচনা!” তবে বাস্তবে প্রিমিয়ার হোক বা পূজার আয়োজন, প্রায় সব জায়গায় তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। পোশাক মিলানোও এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে।

এই মধ্যেই উঠে আসে সৃজিতের পারিবারিক জীবন। ২০১৯ সালে তিনি বিয়ে করেছিলেন মিথিলাকে। এবং বিয়ের পর থেকেই দাম্পত্য জীবন নিয়েও কলকাতার মিডিয়ায় নানা আলোচনা চলেছে। বর্তমানে মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে মিথিলা ঢাকায় আছেন।

সম্প্রতি এক পডকাস্টে মিথিলা বলেন, “২৪ জুলাইয়ের পর থেকে আমি কলকাতায় যাইনি। ভিসা নেই।”

সৃজিতের সঙ্গে সম্পর্কের বিষয়ে মিথিলা জানান, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।” সৃজিত কি এখনও তার স্বামী?

উত্তরে মিথিলা স্পষ্টভাবে বলেন, “হ্যাঁ, পাসপোর্টে তার নামও রয়েছে।”

নীলের মিল, অগোচর সম্পর্কের গুঞ্জন, এবং বন্ধুত্বের আড়ালে যেসব রহস্য—এটাই এখন টলিউড ভক্তদের মনে সবচেয়ে বড় প্রশ্ন। পাঠকরা অপেক্ষা করছেন, এই বন্ধুত্ব কি সত্যিই বন্ধুত্বের সীমানা ছাড়াবে, নাকি সবই শুধু সোশ্যাল মিডিয়ার খেলা?

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন