৩ দফা দাবিতে কক্সবাজারে রোহিঙ্গা সমাবেশ
কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালীর ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরে আবারও এক বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে রোহিঙ্গারা তাদের তিন দফা দাবি তুলে ধরেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তিপূর্ণ ও নিরাপদ পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সমাবেশ শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে।
‘রোহিঙ্গা ইলেক্টেড সিভিল সোসাইটি’ সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ উল্লাহ জানান, রোহিঙ্গারা আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের আয়োজিত আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনের দিকে তাকিয়ে আছে। তারা আশা করছে, সম্মেলনে তাদের সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধানের পথ বের হবে।
সমাবেশে রোহিঙ্গারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলে, ‘আমরা চাই বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে কার্যকর ভূমিকা রাখুক এবং আমাদের নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষা করা হোক।‘
উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে বসবাস করছে। এদের অধিকাংশই ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে এসেছে। রোহিঙ্গারা আশাবাদ ব্যক্ত করেছেন, আসন্ন আন্তর্জাতিক সম্মেলন তাদের জন্য স্থায়ী ও প্রকৃত সমাধানের পথ খুলবে।
এমএ//