মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১৯৬
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আবারও বড় আকারের বিশেষ অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ‘মিনি পাকিস্তান’ খ্যাত চৌ কিট এলাকায় পরিচালিত এবারের অভিযানে বাংলাদেশিসহ মোট ১৯৬ জন বিদেশিকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানে ইমিগ্রেশনের পাশাপাশি কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল), কেপিডিএন এবং রয়েল মালয়েশিয়ান পুলিশ যৌথভাবে অংশ নেয়।
ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ অভিযানের বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রায় ৭০০ মিটার জুড়ে বিস্তৃত এলাকায় রেস্তোরাঁ, হোটেল ও খুচরা দোকানসহ মোট ৪৫টি ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয় কর্তৃপক্ষ। এসময় প্রায় ৪০০ জনকে তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১৯৬ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, জর্ডান, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিক। তবে কোন দেশের কতজন আটক হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইমিগ্রেশন।
এছাড়া অভিযানে তিনজন স্থানীয়কেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগ আনা হয়েছে। ইমিগ্রেশন পরিচালক জানান, বৈধ কর্মীদের আড়ালে অবৈধ অভিবাসীদের কাজে লাগানো হচ্ছিল। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং সংশ্লিষ্ট বিধির অধীনে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—অবৈধভাবে অবস্থান, মেয়াদোত্তীর্ণ ভিসা ব্যবহার এবং কাজের পারমিটের অপব্যবহার।
ওয়ান মোহাম্মদ সৌপি জানান, এ ধরনের অভিযানের মাধ্যমে রাজধানীতে গড়ে ওঠা তথাকথিত ‘মিনি পাকিস্তান’-এর মতো এলাকাগুলো কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি তিনি স্থানীয় জনগণকে অবৈধ অভিবাসন সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
এমএ//