চাঁদা না পেয়ে ওয়ার্ড যুবদল নেতাসহ তিনজনকে কুপিয়ে জখম
সাভারে চাঁদা না পেয়ে এক ওয়ার্ড যুবদল নেতাসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হেমায়েতপুর গোয়ালপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আহতের স্বজনেরা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতের স্বজনেরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে যুবদল নেতা নাঈমের কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় সন্ত্রাসী রাসেল বাহিনী। চাঁদার টাকা না পেয়ে বুধবার রাতে নাঈমের অটোগ্যারেজে দলবল নিয়ে হামলা চালায় তারা। এ সময় গ্যারেজ ম্যানেজার সিফাত বাধা দিলে তাকে তুলে নিয়ে রাতভর নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত নাঈমসহ তিনজনকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী নাঈম জানান, হামলার সময় তার কাছ থেকে ১ লাখ ত্রিশ হাজার টাকা লুট করে সন্ত্রাসীরা। পরে রাসেলের মা এসে বিষয়টি সমঝোতা করার জন্য দুই লাখ টাকা দিয়ে যায়। কিন্তু সে ওই টাকা গ্রহণ করেনি।
অভিযোগের বিষয়টি আমলে নিয়ে পুলিশ ঘটনা তদন্ত করেছে।
আই/এ