রাজনীতি

আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের সহযোগীদের খোলস খুলে বের হতে দেওয়া হবে না। সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণেই ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, দুর্নীতি ও অপকর্মের বিচার হলে এবং অন্তর্বর্তী সরকারের দক্ষতা থাকলে নিউইয়র্কে বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন কর্মকাণ্ড ঘটতো না।

দুদকের অকার্যকারিতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন, অর্থ লুটপাটকারীদের টাকা ফেরত আনার কোনো উদ্যোগ নেয়নি দুদক। তারা আজ অথর্ব হয়ে আছে।

এসময় তিনি নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাঞ্ছিত করার খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ষড়যন্ত্র ও নীলনকশার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে দলকে তৃণমূল পর্যায়ে সুসংহত করতে হবে, যাতে জনগণ ধানের শীষে ভোট দেয়।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন