এবার পেছাল চাকসু নির্বাচন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে। তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণের কথা থাকলেও এখন তা পিছিয়ে ১৫ অক্টোবর করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় চাকসু নির্বাচন কমিশন। কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের অনুরোধেই তারিখ তিন দিন পিছিয়েছে। এদিন নতুন দুই নির্বাচন কমিশনার শপথ নেন। আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়।
এমএ//