লিবিয়া থেকে দেশে ফিরলো ১৭৬ বাংলাদেশি
অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, নির্যাতন ও অপহরণের শিকার ১৭৬ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বোরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে বুধবার লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় তাদের দেশে ফেরত পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় তাজুরা সেন্টারের ১৭৬ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস আরও জানায়, প্রত্যাবাসন কার্যক্রমে নেতৃত্ব দেন রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে বাংলাদেশিদের বিদায় জানান।
ফেরত আসা অভিবাসীদের মধ্যে বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচণা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
এমএ//