লিবিয়া উপকূলে নৌকাডুবে ৪ বাংলাদেশির মৃত্যু
লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে অভিবাসী বহনকারী দুইটি নৌকা ডুবে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে আল-খুমস উপকূলের কাছে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারীরা সেখানে পৌঁছান। প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি অভিবাসী ছিলেন। এর মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্য নৌকাটিতে ৬৯ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৬৭ জন সুদানি, দুইজন মিশরীয় এবং আটজন শিশু ছিল বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে। জীবিতদের উদ্ধার ও নিহতদের মরদেহ সংগ্রহে জরুরি দল মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, ইউরোপে অবৈধ পথে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য লিবিয়া দীর্ঘদিন ধরে একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, চলতি বছর শুধু মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটেই মৃত্যু এক হাজার ছাড়িয়েছে।
এমএ//