দেশজুড়ে

দুপক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ১, আহত ৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসংদী সদর উপজেলায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মুরাদনগর গ্রামের বাসিন্দা ইদন মিয়া (৫৫) মারা যান। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং দল থেকে বহিষ্কৃত সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নদী থেকে বালু উত্তোলনসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের দ্বন্দ্ব বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, সংঘর্ষে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের কিছু নেতাকর্মীও সম্পৃক্ত ছিলেন।

সংঘর্ষের বিষয়ে শাহ আলম চৌধুরী অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, কাইয়ুম মিয়া ভাড়াটে সন্ত্রাসী ও আওয়ামী লীগের সহযোগিতায় হামলা চালিয়েছে। তবে কাইয়ুম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন