ইসরাইলি হামলার প্রতিবাদে দোহায় আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন
কাতারের রাজধানী দোহায় রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে আরব ও ইসলামী দেশগুলোর নেতারা মিলিত হচ্ছেন। তারা সম্প্রতি হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে চালানো ইসরাইলের সামরিক হামলার বিরুদ্ধে আলোচনার জন্য একত্রিত হচ্ছেন। হামলায় পাঁচজন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।
জরুরি বৈঠকটি অংশ নেবেন ৫৭ সদস্যের ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) এবং ২২ সদস্যের আরব লীগের নেতারা।
ইরান, পাকিস্তান ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এতে যোগ দেবেন।
কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে ইসরাইলের সামরিক হামলার বিষয়টি আলোচনার মূল বিষয় হবে। নেতারা আঞ্চলিক নিরাপত্তা, কূটনৈতিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদও এই হামলার নিন্দা জানিয়েছে।
কাতার চাইছে, এই বৈঠকের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে এবং ইসরাইলের হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন জোরদার করতে।
সূত্র: গালফ নিউজ
এসি//