দেশজুড়ে

বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড, মা ও স্ত্রীর জেল

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাবাকে হত্যার দায়ে ছেলে মো. রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  এ মামলায় নিহতের স্ত্রী রেনুকা বেগম ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির স্ত্রী ইসমত আরাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ৪ মার্চ দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুরে রশি দিয়ে গলা ও পা বাঁধা অবস্থায় নিহত ইদ্রিস আলীর লাশ ভেসে থাকতে দেখা যায়পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

এজাহারে তিনি উল্লেখ করেন, ৩ মার্চ রাতে ইদ্রিস আলী ও তার স্ত্রী রেনুকা বেগম একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুম ভাঙলে রেনুকা দেখতে পান স্বামী বিছানায় নেই, ঘরের দরজা খোলা। তখন তিনি ছেলে ও পুত্রবধূকে ডেকে খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

তদন্তে বেরিয়ে আসে, আসলেই পুত্র রেজাউল করিম লাবুই নিজের বাবাকে হত্যা করেছিলেন। পরে আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন