দেশজুড়ে

নুরাল পাগলার দরবারে সংঘাত: হামলার মামলায় গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে স্বঘোষিত ‘ইমাম মাহাদী’ নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

এর আগে গেল শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিক্ষুব্ধ জনতা দরবার শরিফে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এসময় পুলিশের ওপর হামলা হয়, ভাঙচুর করা হয় সরকারি গাড়ি। সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়।

ঘটনার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়েছে।

ওসি রাকিবুল ইসলাম জানান, ওই ঘটনায় ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে হামলার শিকার হয়। বর্তমানে দরবার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন স্থানীয়রা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন