দেশজুড়ে

রাজবাড়ীতে দরবার শরিফে হামলার ঘটনায় নিহত ১

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদিদাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলারমরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা। এর আগে তার দরবার শরিফ ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। এসময়ে উভয়পক্ষের সংঘর্ষে রাসেল মোল্লা (২৮) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। গোয়ালন্দের ইউএনও মো. নাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  'দুপুরে ইমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে নুরুল হকের মাজারে হামলা করা হয়। এরপর তার লাশ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা।'

সংঘর্ষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মোল্লা (২৮) নামে এক ব্যক্তি মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল নিয়ে একদল লোক প্রথমে নুরুল হকের আস্তানার ভেতরে প্রবেশের চেষ্টা করে। তখন দরবারের লোকজন ইটপাটকেল ছুঁড়ে প্রতিরোধের চেষ্টা করলে অপর পাশ থেকেও ইটপাটকেল ছোড়া হয়। একপর্যায়ে কয়েকশ লোক দেয়াল টপকে ভেতরে ঢুকে দরবারে হামলা চালান। এ সময় ভক্তদের কয়েকজনকে বেধড়ক পেটানো হয় এবং নুরুল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে নুরুল হকের লাশ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডের অদূরে পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন