বাংলাদেশ

মহানবীর জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণের দিশারি: প্রধান উপদেষ্টা

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা ও সুন্নাহ মানবজাতির মুক্তি, শান্তি ও ন্যায়ের অনন্য দিশারি। তাঁর পথ অনুসরণই পারে আজকের দ্বন্দ্বপূর্ণ বিশ্বে প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে।

বাণীতে তিনি উল্লেখ করেন, মহানবী (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’ যিনি পুরো মানবজাতির কল্যাণের জন্য প্রেরিত হয়েছেন। আল্লাহ তায়ালার বাণী উদ্ধৃত করে তিনি বলেন, “হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছি।” নবী করিম (সা.) দাসত্ব, অন্যায়, কুসংস্কার ও অবিচারের অন্ধকার দূর করে আলোকোজ্জ্বল সত্য ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, মহানবীর চারিত্রিক বৈশিষ্ট্য, দয়া, উদারতা ও আল্লাহর প্রতি সীমাহীন আনুগত্য তাঁকে মানবতার শ্রেষ্ঠ আদর্শে পরিণত করেছে। কুরআনে তাঁর জীবনকে ‘উসওয়াতুন হাসানাহ্’ বা সুন্দরতম আদর্শ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা যুগে যুগে মানুষের মুক্তির দিশারী হয়ে থাকবে।

তিনি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)-এর শুভেচ্ছা জানিয়ে বলেন, এ দিনটি মুসলিম সমাজের কাছে মহিমান্বিত ও পবিত্র। এই দিনে সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে মহানবী (সা.) এর শিক্ষা ও আদর্শ লালন করে ইহকাল ও পরকালে কল্যাণ অর্জন করতে পারে এই কামনা করি। আমিন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন