দেশজুড়ে

সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক  অবরোধ করেছেন স্থানীয়রা। পড়ে প্রশাসনের আশ্বাসে চার ঘণ্টা পর তিন দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়েন তারা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে ঢাকাবরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকাখুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় একযোগে সড়ক অবরোধ করা হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়,  নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। শুক্রবার সকালে স্থানীয়রা সেই ঘোষণার প্রেক্ষিতে মহাসড়ক অবরোধে নেমে আসেন।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে চলে আসেন। তিনি আন্দোলনকারীদের দাবির প্রতি সহমত পোষণ করেন। ইউএনও বলেন, বিষয়টি ইতোমধ্যেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। প্রয়োজনে আবারও অনুরোধ জানাবেন যাতে ভাঙ্গাকে বিভক্ত করা না হয়।

এর আগে অবরোধের কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন